অচিন পাখি
কবির তালুকদার
কোন ডালেতে বসি তুমি এমন সুরে ডাকো,
সব ডালেতে চোক্ষু বুলাই, চোক্ষে পড় নাতো।
কোনবা দিকে মুখ ফিরায়ে এমন কূজন করো,
যার কানে যায় সেই হয়ে যায় বাউল মস্ত বড়!
ও রঙিন পাখিরে!
রঙ না দেখেই রঙিন ডাকি, কিই বা তোমার রঙ,
রঙ তো থাকে মনের মাঝে, দেহের মাঝে ঢঙ।
দেহ তোমার দেখলামনাতো, শুধু শুনলান গান।
গানের সুরেই আঁইকা নিলাম তোমার চিত্রখান।
ও বিজন পাখিরে!
কার বিহনে তোমার সুরে এমন বিষাদ গাঁথা,
কি কামনায় কার ভাবনায় ভরা তোমার মাথা?
যারে তুমি ডাকতে পারো এমন করুণ সুরে,
সেকি জানে, কোথায় তুমি, কাছে কিংবা দূরে?