Pages - Menu
Latest News
Showing posts with label ইংরেজি শেখা. Show all posts
Showing posts with label ইংরেজি শেখা. Show all posts
Tuesday, November 19, 2019
Friday, September 4, 2015
Wednesday, September 2, 2015
Tense-Grammar এর শেষ যেখানে FM Method এর শুরু সেখানে
Tense-Grammar এ শত পান্ডিত্য থাকলেও যে বাংলা English এ রূপান্তরিত করা সম্ভব নয়।
খুব গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখতে হবে। আর তাহলো Tense-Grammar এ সর্বোচ্চ পা-িত্য থাকা সত্ত্বেও কারো পক্ষেই যে বাংলা ইংরেজিতে রূপান্তরিত করা সম্ভব নয়, নিচে দেখানো উদাহরণটি হাজারো উদাহরণের তেমনি একটি। যেমন
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।--- ” এর English করা পৃথিবীর কারও পক্ষেই সম্ভব নয়।
এর কারণটি যে কি তা সবসময় মনে রাখতে হবে। আর তাহলো --প্রতিটি বাক্যেরই ‘শেষ’ আছে। FM Method এ বাংলা বাক্যের ‘শেষ
Sunday, August 30, 2015
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ১০ [[[Idioms and Phrases.Part 2]]]
শুভ সকাল।আমার পোস্টে আজ আপনাদের জন্য থাকছে কিছু Idioms and Phrases.অনেক কষ্ট করে কালেকশন করা এগুলো।পড়ুন, ভালো লাগবে। আমি পোস্টেই সব যুক্ত করে দিচ্ছি। আর যদি ভাবেন এখন পড়বেন না পরে পড়বেন তাহলে এখান থেকে PDF টি ডাউনলোড করেনিন।আর যারা পড়তে চান তারা নিচে দেখুনঃ
1. All at once >>> Suddenly2. A man of parts >>> Expert
3. At dagger’s drawn >>> Severe enmity
4. Blue blood >>> aristocracy
5. Milk and water >>> Weak
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৯ [[[Change the Voice with Tense Structure]]]
আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে Change the Voice এর উপর একটি ছোট খাটো টিউন।এতে Tense রিলেটেড কিছু নিয়মাবলী দেওয়া আছে।পড়ুন। আশাকরি শিখতে পারবেন।আর যদি আমার কোন ভুল হয়, প্লীজ আমাকে ক্ষমা করে দিবেন।
তাহলে সম্পূর্ণ পোস্টটি নিচে থেকে পড়তে থাকুন।
Change the Voice:
Present Tense:
Present Indefinite Tense:
Active Structure: Subject + মূল Verb + Object
Passive Structure: Object/Subject +am/is/are + মূল Verb এর ৩য় রূপ+ + by/with/to + Object/Subject
Example:
Active: I eat rice
Passive: Rice is eaten by me.
Present Continuous Tense:
Active Structure: Subject + am/is/are + মূল Verb এর সাথে ing যোগ + Object
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৮ [[[Sentence Corrections]]]
আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে কিছু তথ্য(ইংরেজি) যা আশা করি বিসিএস পরীক্ষা ও অন্যান্য জব পরীক্ষার জন্য ভীষণ সহায়ক হবে।তাছাড়া যারা প্রভাষক হতে চান আমি মনেকরি তাদের জন্য ভীষণ উপকারী এই তথ্যগুলো।আমি পোস্টে সবগুলো জিনিসই অ্যাড করে দিচ্ছি কিন্তু আপনারা
যদি এটা আপনাদের কালেকশনে রেখে দিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করেনিন।এটাই ভালো হবে।যাক আর কথা বাড়াচ্ছি না।নিচের থেকে তাহলে পড়া শুরু করুন।ও বিষয়টি বলে দিই তাহলে, এই পোস্টটি হচ্ছে[[[Sentence Corrections]]] এর উপর।
Cor. The Poor are born to suffer.
Inc. I love novel.
Cor. I like novel.
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৭ [[[Error Recognition and Sentence Completion]]]
আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে আবারও ইংরেজি নিয়ে আলোচনা।আজ আমি আপনাদের সামনে Error Recognition and Sentence Completion এর উপর বেশ কিছু তথ্য শেয়ার করবো।এই তথ্যগুলো খুবই
উপকারী ও প্রয়োজনীয়।তাই পড়তে থাকুন।আর যদি মনে করেন এটি পিডিএফ আকারে দরকার তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করেনিন।তাহলে আর কথা বাড়ালাম না।নিচে থেকে পড়ুন।
Error Recognition:
1. The thief ran away to see the police.<<<seeing>>>
2. I find the work which had been done.<<<found>>>
3. A work is being done to me.<<<by>>>
4. Father is going to buying a car.<<<to buy>>>
5. I saw the boy he was crying.<<<who>>>
Sentence Completion:
1. He deals in garments and knows how to deal ……… the customers.<<<with>>>
2. Many people in this country have no roof ……… their heads.<<<over>>>
3. The virtuous never hanker …… money.<<<after>>>
4. The client lodged a complaint ……. the cashier.<<<against>>>
5. Education is conductive ……. knowledge <<<to>>>
প্রথমে
পেজে Skip AD তারপর Download Page পাবেন।
{ইন্টারনেট থেকে সংগ্রহীত}
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৬ [[[Fixed Preposition]]]
ইংলিশের উপর আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য থাকছে কিছু "Fixed Preposition"। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সবগুলো সুন্দর করে পড়ে মনে রাখার চেষ্টা করুন।আশাকরি ভীষণ কাজে দেবে।আমি কিছু যুক্ত করে দিচ্ছি এই পোস্টে।বাকিটা থাকবে আমার তিরী PDF এ।তাহলে পড়া শুরু করে দিন।
আর হ্যাঁ PDF টি আপনি এখানে পাবেন।
FIXED PREPOSITION:
1. Consist of (গঠিত)
2. Consist in (নিহিত)
3. Take after (সাদৃশ্য)
4. Take to task (তিরস্কার করা)
5. Take up (দায়িত্ব গ্রহণ করা)
6. Take by (ধরা)
7. Take down (লিখে নেওয়া)
8. Take place (ঘটা)
9. Take over (গ্রহণ করা)
10. Take Heart (আশান্বিত হওয়া)
11. Deal in (ব্যাবসা করা)
12. Deal with (আচরণ করা/আলোচনা করা)
13. Deal out (বণ্টন করা)
14. Give off (নির্গত করা)
15. Give away (বিতরণ করা)
16. Give in (বশ্যতা স্বীকার করা)
17. Give vent to (প্রকাশ করা)
18. Call out (চিৎকার করা)
19. Call off (প্রত্যাহার করা)
প্রথমে পেজে Skip AD তারপর Download Page পাবেন।
{ইন্টারনেট থেকে সংগ্রহীত}
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৫ [[[Sentence Corrections]]]
আমার ধারাবাহিক পোস্টে আজ আপনাদের জন্য রয়েছে "Sentence Corrections".পড়ুন অনেক ভালো লাগবে। হয়ত চাকরীর পরীক্ষায় বা বি সি এস পরীক্ষায় এগুলো হেল্প স্বরূপ হতেও পারে।নিচে বাক্যগুলো যুক্ত করে দিলাম। পড়তে থাকুন।
Correct : How did you go there?
Incorrect: Teacher suggested that the boy should write correctly.
Correct : Teacher suggested that the boy write correctly.
Incorrect: He prides of his wealth.
Correct : He prides in his wealth.
Incorrect: He needs little money.
Correct : He needs some money.
Incorrect: KSA will import some women as waiter from BD.
Correct : KSA will import some women as waitress from BD.
Incorrect: There are many erratum in this book.
Correct : There are many errata in this book.
Incorrect: Many a students have passed the exam.
Correct : Many a students has passed the exam.
{ইন্টারনেট থেকে সংগ্রহীত}
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৪ [[[Sentence Corrections]]]
আমরা অনেকেই নিয়াত করে আছি বি সি এস দেওয়ার জন্য।কিন্তু বি সি এস ব্যাপারটি অতটা সহজ নয়।এরজন্য বহুপথ পাড়ি দিতে হয়।আমি আজ আপনাদের সামনে ইংরেজির উপর এমন কিছু তথ্য দেব যা বি সি এস সহ যেকোনো চাকরীর পরীক্ষায় কাজে লাগলেও লাগতে পারে।আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে "Sentence Corrections". তাহলে আর দেরি
কিসের, নিচের থেকে পড়া শুরু করেদিন।
Incorrect: It was many years since I went there.
Correct : It was many years since I had gone there.
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৩ ==>Idioms and Phrases<==
আমরা অনেকেই আছি যারা বি সি এস ও অন্যান্য চাকুরীর পরিক্ষা দিতে চাই।আসলে এখানে পরিক্ষায় টিকে যাওয়া বেশ ভাগ্যের ব্যাপার।আজ আমি আপনাদের সামনে ঐসমস্ত পরিক্ষার হেল্প হিসেবে কিছু পড়াশুনা শেয়ার করবো।আমার
আজকের আলোচিত বিষয় হচ্ছে Idioms and Phrases.তো দেরি না করে নিচের লিঙ্ক থেকে PDF টি download করেনিন।আর পড়তে থাকুন।ধন্যবাদ।
ডাউনলোড লিঙ্ক অব Idioms and Phrases.
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।
আজকের আলোচিত বিষয় হচ্ছে Idioms and Phrases.তো দেরি না করে নিচের লিঙ্ক থেকে PDF টি download করেনিন।আর পড়তে থাকুন।ধন্যবাদ।
প্রথমে
পেজে Skip AD তারপর Download Page পাবেন।
{ইন্টারনেট থেকে সংগ্রহীত}মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০২ ==>>Uses of 'If' Condition<<==
If যুক্ত Sentence লেখার নিয়মাবলীঃ
১। If এর পরে Present Indefinite Tense হলে তারপর will/can/may
+ মূল Verb যুক্ত একটি বাক্য হয়।
((( If +
Present + Future/Present)))
Example : If you come I will go to the
library.
২। If এর পরে Past Indefinite Tense হলে তারপর would
+ মূল Verb যুক্ত একটি বাক্য হয়।
আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০১ [[[Degree]]]
Rules of Degree
১।শুধুমাত্র As… so, As…as যুক্ত Positive Degree কে Comparative Degree করতে হলে Affirmative Sentence কে Negative Sentence আর Negative Sentence কে Affirmative Sentenceএ রূপান্তরিত করতে হয়।এর Superlative হয় না।
Example:
Positive Degree: He is as tall as Rahim.
Comparative Degree: Rahim is not taller than he.
২।No other যুক্ত Positive Degree কে Comparative Degree করতে হলে than any other,than all otherদ্বারা
ইংরেজীর একটা গুরুত্ত পূর্ণ বই
ইংরেজীর একটা গুরুত্ত পূর্ণ বই Download করে নিন সময়মত কাজে আসবে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুনমোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।
Subscribe to:
Posts (Atom)