আমরা অনেকেই নিয়াত করে আছি বি সি এস দেওয়ার জন্য।কিন্তু বি সি এস ব্যাপারটি অতটা সহজ নয়।এরজন্য বহুপথ পাড়ি দিতে হয়।আমি আজ আপনাদের সামনে ইংরেজির উপর এমন কিছু তথ্য দেব যা বি সি এস সহ যেকোনো চাকরীর পরীক্ষায় কাজে লাগলেও লাগতে পারে।আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে "Sentence Corrections". তাহলে আর দেরি
কিসের, নিচের থেকে পড়া শুরু করেদিন।
Incorrect: It was many years since I went there.
Incorrect: He gave me good bye.
Correct : He bade me good bye.
Incorrect: He is blind his own fault.
Correct : He is blind to his own fault.
Incorrect: Give me few water.
Correct : Give me some/little water
Incorrect: The horse gave birth to a colt.
Correct : The mare gave birth to a colt.
Incorrect: There are many deers in the jungle.
Correct : There are many deer in the jungle.
Incorrect: Two pairs of shoes were bought for him.
Correct : Two pair of shoes was bought for him.
{ইন্টারনেট থেকে সংগ্রহীত}
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।