মনে পড়ে
কবির তালুকদার।
হাইড আউট মনে পড়ে?
বেলা তিনটের রান্না
রাতবিরেতের কাঠকয়লা
আর ভোর চারটেতে লোকাল
চামেলীর গন্ধ, হয়তো চাঁপাও
অক্ষরে বন্যা জাগে
প্রস্থে সুঠাম বারান্দা
অগুণতি তারার মশাল
হাইড আউট মনে পড়ে!
কবিতা লেখার দিন
পুরোনো বাসনের ঝন্
কাপড়ের রঙজরি
নিভৃত থেকে চলে আসা
কেন যে আমরা এলাম
এখন দূরত্বে মেঘবন
বৃষ্টিতেও শুকনো থাকি