Thursday, October 15, 2015

ভালবাসার গল্প

সকালের নাস্তার টেবিলে ইরা কে কেমন যেন গম্ভীর
দেখলাম । আমি নাস্তা করছিলাম । ও চুপচাপ বসে ছিল ।
কিছু খাচ্ছিল না । বললাম
-কি ব্যাপার খাচ্ছ না কেন ?
-এখন খেতে ইচ্ছা করছে না ।
-এখন করছে না মানে কি ? অফিসে যাবে না ?
-আজকে ভাবছি অফিসে যাবো না ।
-কেন ? শরীর ভাল আছে তো ? জ্বর আসেনি তো ?
আমি ইরার কপালে হাত দিলাম ।
-না তেমন কিছুই হয়নি । এমনি ইচ্ছা করছে না ।
আমি নাসতা খেয়ে উঠতে যাবো এমন সময় দেখলাম ইরা
আমার হাত ধরে বসাল । বলল
-কাল রাতে ঘটনার জন্য আমি সরি । খুব বেশি সরি ।
-না ঠিক আছে । কিন্তু ঠিক বুঝতে পারলাম না তুমি
এমনটা কেন করলে ?
ইরা বলল
-তুমি জয়িতার সাথে কথা বলছিলে এটা আমার একদম
সহ্য হচ্ছিল না । বারবার মনে হচ্ছিল আমার কাছ থেকে
কি যেন হারিয়ে যাচ্ছে । মনে হচ্ছিল আমার কিছু একটা
অন্য কেউ নিয়ে যাচ্ছে ।
বলতে বলতে ইরা বাচ্চা মেয়েদের মত কেঁদে ফেলল ।
চেয়ার থেকে উঠে ওকে জড়িয়ে ধরলাম । বললাম
-বোকা মেয়ে ! আমি তোমার হাজবেন্ড ! তোমার কাছ
থেকে কে আমাকে নিয়ে যাবে বল ?
ইরা আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল । যেন আমি
কোথাও হারিয়ে যাচ্ছি । ফোঁপাতে ফোঁপাতে বলল
-কিন্তু জতিয়াকে তো তুমি ভালবাসতে ।
-বাসতাম । ও তো আমার পাস্ট । আর তুমি আমার
প্রেজেন্ট আর ফিউচার । তুমি কেন ওর সাথে নিজেকে
তুলনা করছো ?
-আমি জানি না । তুমি আর ওর সাথে কথা বলবা না ।
-আচ্ছা বাবা বলবো না । আর জয়িতা অল্প কয়েক দিনের
জন্য এসেছে । ও চলে যাবে । কেবল ভার্সিটির
রিইউনিয়নের জন্য এসেছিল । আমি এবার অফিসে যাই ?
-আচ্ছা ।

নারী তোমার বাড়ি কই?

≈≈≈≈≈≈≈≈× ≈≈≈≈≈≈≈≈
≈≈≈≈≈≈≈≈ নারী তোমার বাড়ি কই?
বাবার বাড়ি এই গাঁয়ে
শশুড় বাড়ি ঐ,
তোমার বাড়ি কই গো নারী,
তোমার বাড়ি কই।

≈≈≈≈≈≈≈≈ সারা জীবন
ভাত রাধিলি পরের হাড়িতে,
আপন ভেবে
বাস করিলি পরের বাড়িতে।
≈≈≈≈≈≈≈≈ যেমন গাছে বেঁধে বাসা,
বাস করে চুঁড়ই,
তেমনি তুমি বাস করিলে,

Friday, September 11, 2015

কারিগরি শিক্ষার্থীদের জন্য নোট (ইঞ্জিনিয়ারিং ড্রইং – ১ম পর্ব):


কারিগরি শিক্ষার্থীদের জন্য নোট (ইঞ্জিনিয়ারিং ড্রইং – ১ম পর্ব):
 
ইঞ্জিনিয়ারিং ড্রইং (Drawing) কি বা কেন দরকার?
ড্রইং কে এক ধরণের ভাষা বলাই ভাল। দুজন মানুষ যেমন উভয়ের পরিচিত ভাষার মাধ্যমে সহজে ভাবের আদান প্রদান করে, দুজন প্রকৌশলীও (তিনি যে ভাষার, যে দেশেরই হন না কেন) ড্রইংভাষার মাধ্যমে তাদের কাজের তথ্যের আদান প্রদান করতে পারেন। প্রকৌশল বিদ্যায় যুগযুগে ড্রইংএকমাত্র ও সার্বজনীন ভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ভাব প্রকাশের ভাষার মতো ড্রইংনির্মাণশৈলীর তথ্য সরবরাহ ও বক্তব্য উপস্থাপনের ভাষা । একজন প্রকৌশলী সেই ভাষাতেই তার বক্তব্য উপস্থাপন করেন। তাই নিজেকে প্রকৌশলী হিসেবে তৈরি করতে প্রতিটি শিক্ষার্থীর এই ভাষাটি (ড্রয়িং) ভালভাবে রপ্ত করতে হয়। এই ভাষাতে যিনি যত ভাল হবেন, প্রকৌশলী হিসেবে

"love story"

ছেলেটি খুবই ব্যস্ত ছিল । মেয়েটির
ফোন
রিসিভ
করার সময় তার হতো না । মেয়েটি যখন
জানতে পারল
সে সত্যিই খুব ব্যস্ত তারপর থেকে সে
ছেলেটিকে
ফোন করত না । কিন্তু প্রতিদিন
মেয়েটি
ছেলেটির ফেসবুক আইডি চেক করত ।
ছেলেটি
কিন্তু সত্যি
অনলাইনে আসত না । মেয়েটি
প্রতিদিনই
ছেলেটিকে ফেসবুকে একটা করে
আমি বলিনি আমাকে ভালোবাসতেই হবে !!
আমি বলেছি আমাকে একটু ভালোবাসার
সুযোগ দাও !!
আমি চাইনি তোমার মুখ থেকে I love you
শুনতে,,
আমি চেয়েছি তোমার মুখ থেকে প্রথম শুনা
I trust you কথাটার মানটুকু রাখতে,,
আমি বলিনি আমাকে Please কাদিওনা,,