Saturday, March 18, 2017

বিল্ডিং নির্মাণে কিছু তথ্য ও করণীয়:-

বিল্ডিং নির্মাণে কিছু তথ্য ও করণীয়:-
.
1. বালি ব্যবহারের পূর্বে ছেঁকে ভালভাবে পরিস্কার করে নিতে হবে।
2. খোয়া ব্যবহারের পূর্বে ভালভাবে ভিজিয়ে নিতে হবে।
3. পানি, সিমেন্ট, বালি ও খোয়া/পাথরের মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে।
4. প্লাস্টারিং কখনো 1.5" এর বেশী হওয়া উচিত নয়।
5. প্লাস্টারিং-এর পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিস্কার করে নিতে হবে।

6. যে যে স্থানে প্লাস্টারিং করা হবে, উক্ত স্থান ভালভাবে চিপিং করতে হবে।
7. ইটের দেওয়াল পানি দ্বারা ভালভাবে ও সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে।
যাতে দেওয়াল, প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে।
8. Design অনুযায়ী Rod বাইন্ডিং করতে হবে।
9. Clear Cover ঠিক রাখতে হবে। ঢালাইয়ের সময় পায়ের চাপে বা ধাক্কায় ব্লকগুলো যেন সরে না যায়, সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
10. মশলা ঢালার পরে Vibrator মেশিন দ্বারা ভালভাবে মশলা বসিয়ে নিতে হবে।