Saturday, March 18, 2017

আজ বাড়ীর রং নিয়ে কিছু কথা বলবো।

আজ বাড়ীর রং নিয়ে কিছু কথা বলবো।
আমরা বর্তমানে বিল্ডিং বিভিন্ন প্রকার রং করে থাকি যেমন:-
১। চুনকাম ওয়াস
২। ডিসটেম্পার
৩। প্লাষ্টিক
৪। লাক্সজারি
৫। ওয়েদার কোট
৬। পলিশিং
রং করার আগে সার্ফেস টাকে ভাল ভাবে শুকনো পরিষ্কার ও সমতল করে নিতে হবে।
প্লাস্টার ভাল ভাবে না শুকালে রং করলে রং ভাল হবে না বা রং লাগবে না।

বাথ রুমের ওয়ালে টাইলস লাগানোর পর ওয়াল ভিজে যায় তাই ওয়াল ভাল ভাবে শুকিয়ে নিতে হয়।
ওয়াল ৪০ নং পাথর দিয়ে ঘোষতে হয় যেন বালির দানা প্লাস্টার উচা নীচা ঠিক হয়ে যায়।
সিরিজ কাগজ দিয়ে ও ঘোষা যায়।
রং করার ধাপ
১। জায়গা পরিষ্কার
২। ওয়াটার সিলার
৩। পুটি প্রথম কোট পুটি উপর নীচে ও আড়াআড়ি টানতে হবে যেন কোন জায়গা খালি না থাকে, আর পুটি কিভাবে তৈরী করে, এটা চক পাউডার এনামেল রং, প্লাস্টিক রং তৈরী করতে হয়।
৪। পুটি শুকানোর পর ভাল ভাবে ঘোষতে হবে যেন হাত দিয়ে সমতল মনে হয়।
৫। টাস পুটি করতে হয় কোন জায়গায় খত দেখা দিলে সেখানে পুটি মারতে হবে। রাতে লাইট দিয়ে রং পরীক্ষা করলে সব বোঝা যায়।
৬। প্রথম কোট রং দিতে হয়, এবং ভাল ভাবে ঘোষতে হবে।
৭। দ্বিতীয় কোট
৮। ফাইনাল কোট
১ গ্যালোন রং দিয়ে আমরা জানি ১৯০ বর্গফুট ৩ কোট করা যাই।
প্রথম কোট এর পুটি ১বস্তা চক পাউডার ১ গ্যালোন এনামেল ১ গ্যালোন প্লাস্টিক দিয়ে তৈরী করা হয়।
দ্বিতীয় কোট এর পুটি ১বস্তা চক পাউডার ১/৩ গ্যালোন এনামেল ১/৩ গ্যালোন প্লাস্টিক দিয়ে তৈরী করা হয়।
আমরা সাধারন্ত সিলিং সাদা করি ওয়াল সকলের পছন্দ মোতাবেক করি।