Saturday, December 30, 2017

ছাড়তে হবে পুরনো অভ্যাস

যদি এমন কোনও অভ্যাস থেকে থাকে যা ত্যাগ করে অথবা পরিমার্জিত ও পরিবর্ধিতকরা আপনার জন্য জরুরী তবে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেওয়া উপাই সমূহঅনুসরণ করে দেখতে পারেন
ঘৃণা করুনঃ                        
যেটি বা যে অভ্যাসত্যাগ করতে চান তাকে ঘৃণা করতে শুরু করুন। লোক দেখানো নয়নিজ মন থেকে ঘৃণাকরুন। এটা আপনার জন্য জরুরী যে আপনি যখন থেকে মনকে কোনও ব্যাপারেবলবেন-এটি ঠিক নয়”, ঠিক তখন থেকেই মন উক্ত বেঠিক কাজের ব্যাপারে আপনাকে বারেবারে সজাগ করবে। তাই অভ্যাসের পরিবর্তন আনতে আগে তাকে ঘৃণা করুন
দেরি নয়ঃ
আচ্ছা কাল থেকে শুরু করবো বা আজকেই শেষ দিন”- এমন সব সুযোগ নেওয়া থেকেবিরত থাকুন। যেহেতু সিদ্ধান্ত আপনি নিয়েই ফেলেছেন-এটি খারাপ অভ্যাস” তাইআজ এখন এই মুহূর্ত থেকে তাকে না” বলা শুরু করুন। অহেতুক বারেবারে নিজেকেসুযোগ দিলে তা আদৌ ত্যাগ করা সম্ভব হবে না 
একবারে নয়,ধীরে ধীরেঃ
একবারেই রাতকে দিন করে ফেলতে পারবেন না। তার জন্য চাই ধৈর্য সাথে সততা

জীবনে বড় বড় সফলতার জন্য ছোট ছোট ২০টি টিপস।

১. দিনের পর দিন একটু একটু করে আগের চেয়ে বেশি দয়ালু এবং জ্ঞানী হওয়ার চেষ্টা চালিয়ে যান
২. আপনি এবং আপনার পরিবারকে আগের চেয়ে একটু বেশি অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং গড়ে তুলতে উৎসাহিত করুন
৩. ভুল বোঝাবুঝি থেকে রেহাই পেতে মাঝে মধ্যে মহান হওয়ার চেয়ে সব সময়ের জন্য ভালো মন-মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন
৪. প্রচুর পড়ুন। কোনো কিছুই খুব দ্রুত আপনাকে জ্ঞানী করে তোলে না
৫. যোগাযোগ মাধ্যমে বিশ্ব যতো এগিয়ে যাবেআপনার খ্যাতি ততো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেকেউ না দেখলেও সব সময় সোজা পথে কাজটি করুন

Wednesday, December 13, 2017

এস্টিমেট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

‎‎ ‎‎‎‎1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার

Friday, December 1, 2017

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:

১। Sepecification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে sepecification বলে।
.
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় sepecification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
.
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
.
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
.
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
.
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
.
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
.
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।

Tuesday, November 28, 2017

অটোক্যাড কি ও এর ব্যবহার------

অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার। কম্পিউটারে অটোক্যাডের ড্রয়িং কমান্ড দিয়ে যে কেউ ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে নান্দনিকতা নিয়ে আসতে পারেন। বিশেষ করে আর্কিটেকচারাল ড্রাফটিং-এ।
.
একসময় আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা কাগজে ড্রয়িং করতেন। সেটা ছিলো ম্যানুয়ালি। অনেক শ্রম ও সময় লাগতো। তাছাড়া ড্রয়িং পেপারের মধ্যে ইরেজার দিয়ে ঘষতে ঘষতে পেপারের বারোটা বেজে যেতো। তাছাড়া ড্রয়িং করতে কনভার্ট করতে হতো। যেমন ১০০ ফুটকে ১০ইঞ্চিতে বা প্রয়োজন মতো কনভার্ট করে তা ড্রয়িং করতে হতো। কম্পিউটারে কাজগুলো করতে অনেক দামী কম্পিউটার ব্যবহার করতে হতো। যেটা ক্রয় করা অনেকেরই সাধ্যের বাইরে ছিলো। বিশেষ করে মেইনফ্রেম কম্পিউটার কিনে অটোক্যাড চালানো অনেকের পক্ষেই অসম্ভব ছিলো।
.
এখন কম্পিউটারের দাম অনেক কমেছে। সাধ্যের মধ্যেই থাকায় অনেকেই শুধুমাত্র বিনোদনের জন্যে কম্পিউটার ব্যবহার করেন। আমাদের দেশে মানুষ এখন প্রযুক্তি নিয়ে বেশ সচেতন। কারণ তারা জানেন প্রযুক্তিতে দক্ষ মানে স্বনির্ভর জাতি, স্বনির্ভর দেশ। আর তাই সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেকেই বেকারত্বকে দিয়েছেন ছুটি।
.
ক্যারিয়ার গড়তে ভালোভাবে শেখার বিকল্প নেই। অটোক্যাড শিখতে হলেও তা ভালোভাবে শিখতে হয়। কোনরকম অটোক্যাড শিখে তা কাজে লাগানো সম্ভব নয়।

Monday, November 27, 2017

ভালবাসা সে তো কেবলি যন্ত্রণা।

ভুলতে পারিনি আজও তোমায়।

Thursday, November 9, 2017

সিভিল ৫ম সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন ২০১৭

Final Exam Routing 2017, Civil 5th semester



Download Please Here
কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।

Saturday, November 4, 2017

আর.সি.সি. মেঝে স্ল্যাব

আর.সি.সিমেঝে স্ল্যাবঃ(R.C.C. floor slab)
রড সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মিত সমতল পাতলা ঢালাইকে স্ল্যাব বলে। এটি সাধারণত প্রশস্ত এবং এর উপর ও নিচের তল প্রায় সমান্তরাল হয়ে থাকে। একাধিক তলা বিশিষ্ট বাড়ির নিচের তলায় যেটা ছাদ উপরের তলায় সেটা মেঝে হিসেবে পরিচিত। তবে দালানের সর্ব উপরের স্ল্যাবকে সাধারণত ছাদ স্ল্যাব এবং ভিরের অন্যান্য স্ল্যাবকে মেঝে স্ল্যাব বলে। স্ল্যাব সাধারণত রিইনফোরসড কংক্রিট বীম অথবা ইটের দেওয়াল অথবা ইটের দেওয়াল অথবা ষ্টীল মেম্বার অথবা সরাসরি কলাম অথবা ভূমির উপরে অবস্থান করে।
একমুখী স্ল্যাবঃ(One way slab) যে সমস্ত স্ল্যাবগুলোর প্রস্থ বরাবর বিপরীত প্রান্তদ্বয় সমান্তরাল বীম অথবা দেওয়ালের উপর অবস্থান করে এবং প্রধান রড গুলো কেবলমাত্র একদিক ব্যবহার করা হয়, তাকে একমূখী স্ল্যাব বলে। একমূখী স্ল্যাবের প্রধান রডগুলো স্ল্যাব প্যানেলের প্রস্থ বরাবর স্থাপন করা হয় এবং দৈর্ঘ্য বরাবর টেম্পারেচার ও শ্রিংকেজ রড ব্যবহত হয়। এই স্ল্যাবের উপর আরোপিত লোড এবং স্ল্যাবের নিজস্ব ওজন প্রধান রডের মাধ্যমে দেওয়াল অথবা বীম এর উপর ন্যাস্ত করা হয়। এখানে বিশেষভাবে উল্লেক্ষ্য যে, যদি স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ২ অথবা ২ এর বেশি হয়।
১। একদিকে রিইনফোরসমেন্টএর প্রকারভেদ-
ক) একমুখী সলিড স্ল্যাব।
a)      গার্ডার এবং বীম সাপোর্টের উপর স্ল্যাব।

Wednesday, September 20, 2017

'Life' A Silent, Smart

{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।

Sunday, August 20, 2017

সিভিল এর ক্লাস এখন অনলাইর এ (সার্ভেয়ীং ৩)

এখন পড়ালেখা হবে অনলাইন এ
সিভিল ৫ম পর্বের ছাত্র ছাত্রীদের জন্য
সার্ভেয়ীং ৩ এ ১ম, ২য় ও ৩য় অধ্যায় এ ক্লাস এখন অনলাইর এ।
ক্লাসের লেকচার গুলো পেতে এখানে ক্লিক করুন।
ইব্রাহিম খলিল, CBPI.

Wednesday, August 16, 2017

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকুরীর ক্ষেত্রসমূহ

১. গণপূর্ত বিভাগ (Public Works Department, PWD)
২. সড়ক ও জনপথ বিভাগ (Roads & Highway Department R&H)
৩. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (Public Health Engineering Department- P.H.E.D)
৪. পানি উন্নয়ন বোর্ড (Water Development Board-W.D.B)
৫. সেচ অধিদপ্তর (Irrigation Department-ID)
৬. ওয়াসা (Water and Sewerage Authonity-WASA)
৭. হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (House Building Finance Corporation)

Sunday, August 6, 2017

এস্টিমেট সম্পর্কিত অতি প্রয়োজনীয় কিছু তথ্যাবলী

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।

এস্টিমেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি

* এক ঘনমিটার ইটের কাজে ইটের প্রয়োজন হয় = 410 টি
* এক বর্গমিটার জায়গায় একস্তরের (ইট পাতানো) ইট প্রয়োজন = 31 টি
* এক বর্গমিটার সোলিং এ ইটের প্রয়োজন = 50 টি  
 * এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন = 0.015 ঘনমিটার 
* এক বর্গমিটার জায়গায় একস্তর হেরিং বোন বন্ডের জন্য ইট প্রয়োজন = 52 টি 
* এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন = 0.03 ঘনমিটার 

Saturday, July 8, 2017

Windows10 Activetor

Windows10 Activetor Softwear Fully Free
Just Click This link & Download It.
https://drive.google.com/open?id=0B8NyYz6I3os-d1lOMlBDVGl4Vzg

Thursday, May 4, 2017

সিভিল ৪র্থ পর্বের পরীক্ষার রুটিন ২০১৭

wmwfj ‡UK‡bvjwRi 4_© ce© mgvcwb cixÿv 2017 Bs Gi iæwUb
মোঃ ইব্রাহিম খলিল। সিভিল, কক্সবাজার পলিটেকনিক ইনিস্টিটিউ 

Saturday, March 18, 2017

আজ বাড়ীর রং নিয়ে কিছু কথা বলবো।

আজ বাড়ীর রং নিয়ে কিছু কথা বলবো।
আমরা বর্তমানে বিল্ডিং বিভিন্ন প্রকার রং করে থাকি যেমন:-
১। চুনকাম ওয়াস
২। ডিসটেম্পার
৩। প্লাষ্টিক
৪। লাক্সজারি
৫। ওয়েদার কোট
৬। পলিশিং
রং করার আগে সার্ফেস টাকে ভাল ভাবে শুকনো পরিষ্কার ও সমতল করে নিতে হবে।
প্লাস্টার ভাল ভাবে না শুকালে রং করলে রং ভাল হবে না বা রং লাগবে না।

ভালো সিমেন্ট ও রড চেনার উপায়

ভালো সিমেন্ট ও রড চেনার উপায়:
সিমেন্ট:
ভাল সিমেন্টের রং সবুজাভ গ্রে হবে এর মধ্যে কোন শক্ত পিন্ড
থাকবে না, অন্য কোন কিছু মেশানো থাকবে না ব্যাগের মধ্যে হাত
দিলে ঠান্ডা অনুভব হবে সামান্য পরিমান সিমেন্ট নিয়ে পানি ভর্তি বালতির পাণির উপর ছেড়ে দিলে কিছুক্ষন পানির উপর সিমেন্ট
থাকবে। ছিটানোর সাথে সাথেই নিচে পড়ে যাবে না দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট নিয়ে আঙ্গুল ঘষতে খষখসে হবে না, পিচ্ছিল হবে।

ভালো বালি ও ইট চেনা উপায়

আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালই আছেন। আজকের টিউন "ভালো বালি ও ইট চেনা উপায়"
বালি:
কোন জিবাস্ম মিশ্রিত থাকবে না অন্যান্য অপ্রযোজনীয় কোনকিছু মিশ্রন থাকবে না হাতের মুঠে কিছু বালি নিয়ে মুঠের মধ্যে নাড়াতে হবে। এবার
মুঠ খুলে বালি ফেলে দিতে হবে।
যদি হাতে ময়লা লেগে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভাল বালি না
গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে বালি মেশাতে হবে।
এবার কিছুক্ষন রেখে দিতে হবে।
যদি কিছুক্ষন পার বালি তলানিতে যায় এবং পানির উপরিভাগে কোন
ময়লা না থাকে, তাহলে বুঝতে হবে বালি ভাল।
শ্রমিকের কাজ সংক্রান্ত হিসাব গুলো শিখে রাখেন সহজ টেকনিকের সাথে। বিসিএস ও নিয়োগ পরিক্ষায় তা কাজে আসবে।
নিয়ম-১:
ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
টেকনিক = abc / (ab + bc + ca)
= (১২ x ১৫ x ২০)/ (১২x১৫ + ১৫x২০ + ২০x১২)= ৫ দিনে (উঃ)
নিয়ম-২:
৯ জন লোক যদি একটি কাজ ৩ দিনে করে তবে কতজন লোক কাজটি ৯ দিনে করবে?
টেকনিক : M1D1 = M2D2
বা, ৯ x ৩ = M2 x ৯
বা, M2×৯=২৭
M2=২৭/৯
সুতরাং, M2 = ৩ দিনে(উঃ)

বিল্ডিং নির্মাণে কিছু তথ্য ও করণীয়:-

বিল্ডিং নির্মাণে কিছু তথ্য ও করণীয়:-
.
1. বালি ব্যবহারের পূর্বে ছেঁকে ভালভাবে পরিস্কার করে নিতে হবে।
2. খোয়া ব্যবহারের পূর্বে ভালভাবে ভিজিয়ে নিতে হবে।
3. পানি, সিমেন্ট, বালি ও খোয়া/পাথরের মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে।
4. প্লাস্টারিং কখনো 1.5" এর বেশী হওয়া উচিত নয়।
5. প্লাস্টারিং-এর পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিস্কার করে নিতে হবে।

বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে কিছু করণীয় কাজ জেনে নিন।

বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে কিছু করণীয় কাজ জেনে নিন।
.
১। বিল্ডিং ডিজাইনের আগেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা
মাটির গুনাগুণ বিশ্লেষণ ও মাটির ধারণক্ষমতা
নির্ভুলভাবে নির্ণয়পূর্বক রিপোর্ট তৈরি করতে হবে।
২। যে কোন বিল্ডিং-এর নকশা তৈরি করার পূর্বেই
স্ট্রাকচারাল নকশার বিধিগুলোর অনুসরণ করতে
হবে। মনে রাখতে হবে সঠিক স্ট্রাকচারাল নকশা না
হলে ভূমিকম্পরোধক বিল্ডিং হবে না।
৩। বিল্ডিং নির্মাণের সময় অভিজ্ঞ প্রকৌশলীদের
(সিভিল ইঞ্জিনিয়ার) তদারকি রাখতে হবে যাতে গুণগত
মান ঠিক থাকে।

টাইলস (Tiles) ফিটিং করার সময় নিচের ধাপগুলো মেনে চলতে হবে-

টাইলস (Tiles) ফিটিং করার সময় নিচের ধাপগুলো মেনে চলতে হবে-
.
১. প্রথমে ইলেকট্রিক্যাল এর কাজ
সম্পন্ন করতে হবে
২. ফ্লোরকে চিপিং করতে হবে ।
৩. পাইপ দিয়ে ওয়াটার লেভেল ঠিক
করতে হবে।
৪. সবগুলো টাইলস একই লেভেলে
থাকবে।

রডের গায়ে 400 ও 500W লেখা বলতে কি বুঝায় ?

রডের গায়ে 400 ও 500W লেখা বলতে কি বুঝায় ?
W দ্বারা Weld বুঝায় যার ব্যবহারিক অর্থ হলো প্রতিক্রিয়া
অর্থাৎ রডের কম্প্রেসিভ লোড বহনের শক্তি আর 500 মেগাপ্যাস্কেলে দেয়া থাকে,
যেটা পিএসআই এ নিতে হলে 145 দারা গুন করতে হবে ,

ইটের গাঁথুনী নিয়ে কিছু কথা

ইটের গাঁথুনী নিয়ে কিছু কথা !!
—————————————-
যে বিষয়গুলি খেয়াল রাখা জরুরী ইটের গাঁথুনির কাজ করার সময় :
> কাজ শুরুর আগে ইটগুলোকে অন্তত: ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালভাবে পরিস্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভাল হয় এবং ফাঁটল ধরার সম্ভাবনা কম থাকে। এছাড়া ভাল করে না ভেজালে প্লাস্টারে সমস্যা হতে পারে।
> ইট গাঁথার সময় প্রত্যেকবার সুতা এবং শল দেখেনিতে হবে গাঁথনী সোজা রাখতে হলে।
>গাঁথুনির সময় দেখতে হবে দুটো ইটের মধ্যের ফাঁক যেন ১ সে. মিটার থেকে বেশী না হয় এবং জোড়ার উপর জোড়া যেন অবিরাম না হয়।
> অধিকাংশ ব্যবসায়ীরা বেশী লাভ করার জন্য ইটের আকার আকৃতি ঠিক থাকেনা ফলে ইট ব্যবহার করা ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। গাঁথনী সোজা হয় না গাঁথনীর একপাশ মেলালে আরেক পাশ মিলে না।
> ইটের আকার ঠিক না থাকা কারনে অনেক বেশী মসলার ব্যবহার করতে হয় গাঁথনীর শল মিলাতে গিয়ে, যায় ফলে সিমেন্ট বালুতে অনেক বেশী টাকা ব্যয় হয় ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে। ইটের অনেক অপচয় হয় বেছে বেছে তা ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগছে, ফলেমিস্ত্রি খরচ বেড়ে যায়।

কংক্রিট ঢালাই এর কোথায় কখন কতটুকু কভার দিতে হবে !

কংক্রিট ঢালাই এর কোথায় কখন কতটুকু  কভার দিতে হবে !
------------------------------------------------------------
আর.সি.সি ঢালাইয়ের ক্ষেত্র কোথায় কি পরিমাণ রডের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না।
.
ফলে কাঠামোর সঠিক ঢালাই হয় না বিধায় কাঠামো
দুর্বল হয় । এজন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ।
নিচে কোথায় এবং কখন কতটুকু কংক্রিট এর কভার দিতে হবে তা তুলে ধরা হল :
# কভারিং :
ক) কভারিং ৩ ইঞ্চি : সরাসরি মাটির স্পর্শে থাকলে,
খ) কভারিং ২ ইঞ্চি : ১৬ এবং ১৮ নম্বর রড ব্যবহার
করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
গ) কভারিং ১.৫ ইঞ্চি : ৫ নম্বর রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
ঘ) কভারিং ১.৫ ইঞ্চি (স্ল্যাব , ওয়াল বা জয়েনট) : ১৪ এবং ১৮ নম্বর রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,

Wednesday, March 8, 2017

WEIGHT OF ROD PER METER LENGTH:

WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg

Wednesday, March 1, 2017

ভিত্তিতে ও মেঝেতে কংক্রিট কাজের হিসাব

ভিত্তিতে কংক্রিট কাজের হিসাব:
বিল্ডিং বা কাঠামোর ভর সমভাবে মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ভিত্তিকে মজবুত করার জন্য লাইম কংক্রিট বা সিমেন্ট কংক্রিট এর কাজ করা হয়।কংক্রিটের দৈর্ঘ্য ও প্রস্থ,মাটি কাটার দৈর্ঘ্য ও প্রস্থের সমান হয়ে থাকে।কেবল মাত্র উচ্চতা নকশায় প্রদত্ত উচ্চতার সমান হয়। ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব, ইমারতের আকার ও মাটির ভারবহন ক্ষমতা এবং দালানের ধরণের উপড় নির্ভরশীল। তবে ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব ১৫ সেমি এর কম হওয়া উচিত নয়।সিমেন্ট কংক্রিটের উপাদান ১:৩:৬: অথবা ১:৪:৮ হয়ে থাকে।
ভিত্তিতে নিম্নলিখিত হারে পুরু কংক্রিটের স্তর প্রদান করা উচিত:
১. ৩ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে = ১৫ সেমি.
২. ৩-৪.৫০ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে =২০ সেমি.

এস্টিমেট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলি

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ....

Monday, February 20, 2017

কক্সবাজার পলিটেকনিক এর সিভিল ৪র্থ পর্বের ক্লাস রুটিন PDF File পেতে এখানে অথবা নিচের লিংকে ক্লিক করুন।

Picture File পেতে এখানে অথবা নিচের লিংকে ক্লিক করুন।

Download