Sunday, August 23, 2015

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সময়সূচী ২০১৫

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুসারে এই পরীক্ষা আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রতিদিনের পরীক্ষা  সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। আগের বছরের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। বিষেশ প্রয়োজনে তারিখ পরিবর্তন হতে পারেন।
আপনাদের সুবিধার্থে পরীক্ষার বিস্তারিত সময়সূচী ও সময়সূচীর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলোঃ

                                 PSC Exam Routine 2015

                                Time: 11:00AM - 1:30PM
  1. ২২ নভেম্বর রবিবার            => ইংরেজি
  2. ২৩ নভেম্বর সোমবার          => বাংলা
  3. ২৪ নভেম্বর মঙ্গলবার          => বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
  4. ২৫ নভেম্বর বুধবার             => প্রাথমিক বিজ্ঞান
  5. ২৬ নভেম্বর বৃহস্পতিবার    => ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. ২৯ নভেম্বর রবিবার            => গনিত
                                                                         ডাউনলোড

                            Ibatedayi Exam Routine 2015
                                        Time: 11:00AM - 1:30PM 
২২ নভেম্বর রবিবার            => ইংরেজি
২৩ নভেম্বর সোমবার          => বাংলা
২৪ নভেম্বর মঙ্গলবার          => পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান
২৫ নভেম্বর বুধবার             => আরবি
২৬ নভেম্বর বৃহস্পতিবার    => কুরআন ও তাজবিদ ও আকাঈদ ও ফিকাহ্‌
২৯ নভেম্বর রবিবার            => গনিত  
                                                                         ডাউনলোড