আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন???? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আর বরাবরের মত আমার একটাই কথা যে, আপনারা ভাল থাকলে আমিও ভালই থাকব। আপনাদের কাছে কিছু দিতে পারলে আমিও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুশি হই। তো বেশি কথা না বলে চলুন সরাসরি মুল টিউনে চলে আসি।
শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশ খুব দ্রুতভাবে এগিয়ে চলছে। আর এই শিক্ষাগত যোগ্যতাকে পরীক্ষা করার জন্য চালু হয়েছে জে.এস.সি নামক একটি পরীক্ষার কর্মসুচি যা প্রতি বছর অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য অনুষ্টিত হয়। এবারেও তা অনুষ্টিত হতে চলেছে এবং সাথে আছে তাদের রুটিন মাফিক পরীক্ষা যা পরীক্ষার অাগেই শিক্ষা মন্ত্রানলয় থেকে প্রকাশিত হয়।
তো এবারেও প্রকাশিত হয়েছে জে.এস.সি বা জে.ডি.সি পরীক্ষার রুটিন। যদি প্রয়োজন মনে করেন তাহলে এখান PDF ফাইলটা থেকে ডাউনলোড করে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশ খুব দ্রুতভাবে এগিয়ে চলছে। আর এই শিক্ষাগত যোগ্যতাকে পরীক্ষা করার জন্য চালু হয়েছে জে.এস.সি নামক একটি পরীক্ষার কর্মসুচি যা প্রতি বছর অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য অনুষ্টিত হয়। এবারেও তা অনুষ্টিত হতে চলেছে এবং সাথে আছে তাদের রুটিন মাফিক পরীক্ষা যা পরীক্ষার অাগেই শিক্ষা মন্ত্রানলয় থেকে প্রকাশিত হয়।
আর যদি রুটিনগুলো দেখার ইচ্ছা থাকে তাহলে নিচের স্কিনশর্টগুলো দেখে নিতে পারেন। কারন এখানে জে.এস.সি বা জে.ডি.সি পরীক্ষার রুটিন ছবি আকারে দেওয়া হয়েছে।
JSC Exam Routine
আশা করি দেখেছেন। এবার বাকি রইল জে.ডি.সি টা।
JDC Exam Routine
আশা করি টিউনটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আমারে আর ট্রিকরাউন্ডকে ভুলে যাইয়েন না।