**তুমি বললে **
কবির তালুকদার
তুমি বললে
তোমার বুকের কষ্ট
গুলো নেব,
তুমি বললে আকাশ প্রমাণ ভালবাসা দেব,
তুমি বললে বৃষ্টি হয়ে তোমায় সিক্ত করব,
তুমি বললে তোমার
সব দুঃখ গুলো
নিয়ে নেব,তুমি বললে আকাশ প্রমাণ ভালবাসা দেব,
তুমি বললে বৃষ্টি হয়ে তোমায় সিক্ত করব,
তুমি বললে ভোরের স্নিগ্ধতায় তোমায় ভাসাব,
তুমি বললে নিজেকে ভুলে সারাক্ষণ তোমায় ভাববো,
তুমি বললে শত কষ্টের মাঝেও তোমার পাশে থাকবো,
তুমি বললে রংধনুর সাত রং তোমার চোখে লাগাব,
তুমি বললে দুরে কোথাও হারিয়ে গিয়ে তোমায় ভাবাবো,
আর যদি আবার জন্ম হয় আমি তোমারি প্রেমেই পরব!