Friday, September 11, 2015

"love story"

ছেলেটি খুবই ব্যস্ত ছিল । মেয়েটির
ফোন
রিসিভ
করার সময় তার হতো না । মেয়েটি যখন
জানতে পারল
সে সত্যিই খুব ব্যস্ত তারপর থেকে সে
ছেলেটিকে
ফোন করত না । কিন্তু প্রতিদিন
মেয়েটি
ছেলেটির ফেসবুক আইডি চেক করত ।
ছেলেটি
কিন্তু সত্যি
অনলাইনে আসত না । মেয়েটি
প্রতিদিনই
ছেলেটিকে ফেসবুকে একটা করে
এসএমএস করত আর
পরের দিন চেক করত ছেলেটি দেখছে
কিনা ?
যখন সে
দেখত মেসেজ সিন হয় নাই, তখন
মেয়েটি ধরে নিত
ছেলেটির ব্যস্ততা এখনো কমেনাই ।
এভাবে
মেয়েটি প্রতিদিনই ছেলেটির
ব্যস্ততা শেষ হবার
অপেক্ষায় থাকত । যখন ছেলেটির ব্যস্ততা
শেষ
হলো
সে মেয়েটিকে ফোন করল কিন্তু ফোন
রিসিভ করল
অন্য কেউ। ছেলেটি ভাবল হয়তো
মেয়েটি তার
সাথে রাগ করেছে , তাই সে সরি
লিখে অনেক
গুলো
মেসেজ পাঠালো । এবার মেয়েটির
মা ফোন করল,
বলল মেয়েটি এক সপ্তাহ আগে মারা
গেছে ।
মেয়েটির ব্রেনটিউমার ছিল যেটা
আগে তারা
বুঝতে পারেনি । আর যখন বুঝতে পারল তখন
মেয়েটির
আয়ু ছিল মাত্র ১ মাস ! এবার ছেলেটি
কাঁদতে লাগল ,
সে খুব মনখারাপ করে ফেসবুকে ঢুকল ।
সেখানে সে মেয়েটির অনেক গুলো মেসেজ
দেখল
,
ধৈর্যধরে সব
গুলোই পড়ল ।আজ মেয়েটির মেসেজ
পড়ার
সময় ছেলেটির আছে। মেয়েটির শেষ
এসেমএস
ছিল এমন "খুব
ইচ্ছা করছে তোমার বুকে মাথা রেখ
ঘুমাব , কিন্তু
কি ভাগ্য আমার তোমার বুকে মাথা
রাখা তো দূরে থাক
তোমার মুখের কথাটা পর্যন্ত শোনা
হলো না ।
আর
কখনো হবেও না । "আসলে সময় গেলে আমরা
অনেক
কিছুর মূল্য বুঝি যেটা সময় থাকতে বুঝি
না{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।