Friday, September 4, 2015

দেখছিস... কতটা ভালো আছি... ? কত ভালো ভাবে দিন কেটে যাচ্ছে... আমার...

>ছেলেটা জিজ্ঞেস করেছিলো মেয়েটাকে-
>কেমন আছিস...?
>উত্তরে মেয়েটা বলেছিলো-
>> এলো চুলে আর লেপ্টানো কাজলের কালিতে যখন ঢুলুঢুলু চোখ খুলতে চাই 
ঠিক তার আগেই বিছানা হাতড়ে মোবাইলটা খুঁজে নেই যেন চোখ খুলেই হাতে মোবাইলটা থাকে... 
এরপর জমানো কিছু মুঠোবার্তার শব্দে শুকনো ঠোঁট বুলিয়ে দেই... 
আমার গুড মর্নিং সকালের শুরুহয়... 
নিদ্রালু নিঝুম দুপুরে যখন চারপাশ জুড়ে শূন্যতার সৃষ্টি হয়... 
তখন কানে ইয়ার ফোনটা লাগিয়ে গান শুনছি ভাব নিয়ে 
তোর অজান্তে রেকর্ড করা ঘোরলাগা কন্ঠের মাঝে কখনো মুচকি হাসি কখনো নোনা জল মিশিয়ে দেই... 
অদ্ভুদ শূন্যতা তখন ভালোলাগা আর খারাপ লাগার মত কিছু অনুভূতিতে আপ- ডাউন করতে থাকে... 
বিকেলে ছাদে গিয়ে যখন উদাসীনতায় আকাশের দিকে বারবার তাকাই 
তখন তোকে একটা একটা করে চিরকুট লিখে ড্রাফটে জমিয়ে একা একা কথা বলি... 
সন্ধ্যার এক কাপ চায়ে একা একাই হুড়োহুড়ি করতে চুপিসারে ঝুল বারান্দায় গিয়ে বসি... 
আনমনে একটু চা উছলে ফেলে দেই রোজ রোজ কোন না কোন ওড়নায় ... 
এরপর সেই দাগ দেখে আনমনে বলে উঠি- নতুন ওড়না কিনে দিবি কিন্তু কইলাম... 
তারপর একটা মিসডবার্তার অপেক্ষায় বারবার মুঠোফোনটার দিকে তাকাই... 
অবশেষে নিজেই আর একটা নাম্বার থেকে মিসডবার্তা দেই... 
তারপর ফেবুতে আসি... কিন্তু সবুজ সিগন্যাল আর কখনোই জ্বলে ওঠেনি... 
এরপর আড়ালে থেকেই একটু ঢুঁ মারি... জমে থাকা চ্যাটালাপে ডুব দেই... 
রাতে যখন ঘুম আসে না... তখন কি করি জানিস... ? 
সেই ঘুম পাড়ানী মেসেজে চোখ বুলাই- ঘুমা এখন... 
শব্দ দুটো তখন দু’চোখের জলে ভিজে যায়... 
এরপর ক্লান্ত চোখ এক সময় বন্ধ হয়ে যায়...
নিয়মিত অভ্যাসগুলো একটও ছাড়িনি দেখেছিস...
তোকে ভালবাসতেও ভুলে যাইনি...
দেখছিস... কতটা ভালো আছি... ?
কত ভালো ভাবে দিন কেটে যাচ্ছে... আমার...! 
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।