Friday, September 4, 2015

ভালবাসি তোকে

আবির, শোন তোর সাথে কিছু কথা ছিল, রিপার পিছু ডাক। আবির থামলো, কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে, মাঠে যেতে হবে ওরা আমার জন্য অপেক্ষা করছে, যা বলার তাড়াতাড়ি বল। রিপা, মনে হচ্ছে তুই অনেক ব্যস্ত, যা মাঠে যা বন্ধুদের নিয়ে আড্ডা দে, না আমার কিছুই বলার নেই।
রিপার মন খারপ আবির কে কি যেন বলতে গিয়েও থেমে গেলো তাই।আবির ও রিপা একই ফ্লাটের দুজন, একই কলেজের ছাত্র ছাত্রী । দুজন দুজনের বাসাতে যায় আড্ডা দেয় । পড়াশুনা থেকে শুরু করে কোচিং সব একই সাথে করে। ওরা দুজন দুজনের ভাল বন্ধু। ছোট বেলা থেকে নিয়ে এ পর্যন্ত ওদের মাঝে গড়ে উঠেছে ভাল এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়ে একটু বেশী। রিপার অনেক ভাললাগতে থাকে আবির কে, আবিরের ও একটু একটু , আর এই ভাল লাগা থেকেই ভালবাসার জন্ম রিপার হৃদয়ে। অনেক দিন যাবৎ বলবে বলবে ভাবছে রিপার সেই ভালবাসার কথা, কিন্তু ভয়ে ভয়ে আর বলা হয়ে উঠেনা।

আবির ও কিছুটা বুঝতে পারে রিপার যে ওকে ভাল লাগে, কিন্তু আবির থাকে চুপ চাপ কিছুই যেন বুঝেনা, আবিরের হৃদয় কেন যেন প্রেম ভালবাসার প্রতি অনিহা, সমাজের দেখা এই প্রেম ভালবাসা ওকে যেন অনেক ভাবায়। আবির সমাজের প্রচলিত প্রেম ভালবাসায় মেটেও বিশ্বাসীনা । তার পরেও কেন যেন এক গভীর টান রিপার জন্য, রিপারকে যেকোন ব্যাপারে আবির সাহায্য করে, রিপার দুঃখ কষ্ট হাসি আনন্দ সব ভাগাভাগি করে নেই। এমন এক সম্পর্ক গড়ে উঠে যা সঙ্গায়িত করার ভাষা আবির খুজে পায়না।


একদিন,
আবির ও রিপা পার্কে বসে গল্প করছে, হঠাৎ রিপা আবির আমি তোকে ভালবাসি, আমার হৃদয়ে শুধু তুই, তোকে ছাড়া আমি বাচবোনা, তুই আমার জান প্রান সব। বল তুই আমাকে ভালবাসিছ কি না? আবির চুপ একদম চুপ হয়ে গেল। কিছুই মুখ দিয়ে বের হলো না, আবির রিপাকে বললো রিপা আমার মাথা ব্যাথা করছে আমি এখন কিছু বলতে পারছিনা, আমি এখন যাবো। সেই রাতে আবিরের ঘুম নেই কাল কি বলবে রিপাকে আবির কিছুই ভাবতে পারছেনা। আবির শুধু ভাবে এই ভালবাসা আমাকে এবং রিপাকে অনেক কষ্ট দিবে । আর তখন ওরা দুজন অনেক কষ্ট পাবে আর তখন কার সেই কষ্ট ওরা কেউ সহ্য করতে পারবেনা।
তাই পরদিন আবির রিপাকে বলে , দেখ রিপা আমি তো অনেক ভালবাসি অনেক , আমরা দুজন বন্ধু সারা জীবন বন্ধু হয়েই থাকতে চাই, আর তুই যে প্রেম ভালবাসার কথা বলেছিস ওটা আমি পারবো না,
তুই আমার বন্ধু আমার দুজন বন্ধু হয়েই থাকতে চাই। বন্ধু তোকে আমি অনেক ভালবাসি বলেই ফিরিয়ে দিলাম এই বলে কান্নায় ভেঙ্গে পরে দুজন।
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।