আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালই আছেন। আজকের টিউন "ভালো বালি ও ইট চেনা উপায়"
বালি:
কোন জিবাস্ম মিশ্রিত থাকবে না অন্যান্য অপ্রযোজনীয় কোনকিছু মিশ্রন থাকবে না হাতের মুঠে কিছু বালি নিয়ে মুঠের মধ্যে নাড়াতে হবে। এবার
মুঠ খুলে বালি ফেলে দিতে হবে।
যদি হাতে ময়লা লেগে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভাল বালি না
গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে বালি মেশাতে হবে।
এবার কিছুক্ষন রেখে দিতে হবে।
যদি কিছুক্ষন পার বালি তলানিতে যায় এবং পানির উপরিভাগে কোন
ময়লা না থাকে, তাহলে বুঝতে হবে বালি ভাল।