Friday, September 4, 2015

একটি অসমাপ্ত প্রেমের গল্প

দূরে থাকতেই বাসটা দেখতে পেলাম । এই বাসটা ধরতেই হবে। নইলে মিস হয়ে যাবে ইন্টারভিউ । অবশ্য ইন্টারভিউ বোর্ডে গিয়ে আজ কোন লাভ হবে বলে মনে হয় না । অন্তত এই পোষাকে তো নয়ই। আর দশটা ফিটফাট ছেলের সামনে আমার এই কাক ভেজা চেহারা নিশ্চয় দর্শনীয় কিছু হবে। এই বৃষ্টিতে ছাতা ছাড়া বের হওয়া ঠিক হয়নি । হাজার চেষ্টাতেও ছাতা খুজে পেলাম না । বাসার একমাত্র ছাতাটা নিয়ে ছোটবোনটা স্কুলে চলে গেছে। ভাইয়াও কাক ভেজা হয়ে গেছে অফিসে। আমাদের বাসায় আরও দুটো ছাতা ছিল –আমি হারিয়ে ফেলেছি গত সপ্তাহে। বৃষ্টি থেমে গেলে আর ছাতার কথা মনে থাকেনা আমার।

ভেবেছিলাম একজন যাত্রীদেখে বাসটা থামবেনা ,কিন্তু বাস থামল

Thursday, September 3, 2015

জাহান্নাম কেমন হবে ?

০১| জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ
থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের
তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের
দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা
হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন
করবেন।
০২| জাহান্নামে চাঁদএবং সূর্যকে নিক্ষেপ করা হবে
আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
০৩| জাহান্নামবাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরো
করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত
ভয়াবহ হয়, তাদের শরীরে আরও থাকবে তিল যার
একএকটি হবে উহুদ পাহাড়ের সমান। আর
জাহান্নামবাসীর বসারজায়গা হবে মক্কা থেকে
মদীনা পর্যন্ত দূরত্বের সমান।
০৪| প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে
আরও তীব্র আর ভয়াবহ করা হবে।
০৫| জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর
পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজও রক্তের মিশ্রণ
এবং উত্তপ্ত তেল, এরপরও জাহান্নামবাসীর পিপাসা
এতবেশি হবে যে তারা এই পানীয় পান করতে
থাকবে।
০৬| জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব
অনন্ত কালধরে চলতে থাকবে, জাহান্নামবাসীরা
এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে
চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা
আঘাত করে ফেলে দেওয়া হবে।
হে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে
রক্ষা কর । আমীন...।
 মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।

শিক্ষামূলক ওয়েবসাইট

Wednesday, September 2, 2015

Tense-Grammar এর শেষ যেখানে FM Method এর শুরু সেখানে

Tense-Grammar এ শত পান্ডিত্য থাকলেও যে বাংলা English এ রূপান্তরিত করা সম্ভব নয়।

খুব গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখতে হবে। আর তাহলো Tense-Grammar এ সর্বোচ্চ পা-িত্য থাকা সত্ত্বেও কারো পক্ষেই যে বাংলা ইংরেজিতে রূপান্তরিত করা সম্ভব নয়, নিচে দেখানো উদাহরণটি হাজারো উদাহরণের তেমনি একটি। যেমন
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।--- ” এর English করা পৃথিবীর কারও পক্ষেই সম্ভব নয়।

এর কারণটি যে কি তা সবসময় মনে রাখতে হবে। আর তাহলো --প্রতিটি বাক্যেরই ‘শেষ’ আছে। FM Method এ বাংলা বাক্যের ‘শেষ

Tuesday, September 1, 2015

পড়া মনে রাখার সহজ উপায় ।

কেন পড়া মনে থাকে না ও কিভাবে পড়া মনে রাখবেন......
পাঠ্যবইয়ে পড়া অধীত বস্তগুলি যে আমরা মনে রাখতে পারি না তার প্রধান কারণ:
এগুলো পড়ে পরীক্ষা পাস ছাড়া জীবনে আর কোনো কাজে লাগবে কিনা সে সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই। তাই মনে করি কোনো রকমে পরীক্ষায় পাশটা করে গেলে যথেষ্ট। সারাজীবন ধরে এটা মনে রাখার দরকার নেই। আসলে সবাই ভাবে লেখাপড়া, কলেজ বা বিশ্ববিদ্যালয়েই শেষ হয়ে যায়। ডিগ্রির জন্যই পড়াশোনা। ডিগ্রি পেয়ে গেলে ওটারই দাম, পড়াশোনার আর দাম নেই। এই কারণে কলেজের পাঠ্যবই-এর পড়া লোকে পরবর্তীকালে ভুলে যায়। কারণ ভুলে যেতে চায় বলেই ভুলে যায়।
যাই হোক মূল আলোচনায় আসি "কিভাবে পড়া মনে রাখবেন......"
মনে রাখার জন্য আমার লাইফ থেকে শিক্ষা নেওয়া টিপসঃ এই টিপস গুলো আমি আমার প্রতিটি স্টুডেন্টকে দিতাম ... এবং তারা সফলও হত
-------------------------------------------------------------
✪ আপনার পড়ার রুমে অবশ্যই একটা হোয়াইট বা সাদা বোর্ড রাখবেন
সেখানে প্রতিদিন ইম্পরট্যান্ট কিছু পয়েন্ট বা সূত্র লিখে রাখবেন যা মনে রাখা খুব