সামারি কী?
নিজের ভাষায় কোন একটি প্যাসেজের সারসংক্ষেপন তৈরি করাই হলো সামারি।
প্যাসেজের সামারি লেখার আগে যা করা উচিত:
১. প্যাসেজটি ভাল করে অর্থাৎ সতর্কতার সাথে পড়তে হবে।
২. প্যাসেজের মূল শব্দ বা প্রধান প্রধান বক্তব্যগুলো আন্ডারলাইন করতে হবে।
৩. সামারির সম্ভাব্য একটি সংক্ষিপ্ত রূপ কল্পনা করতে হবে।
লেখার মুহূর্তে যা করা উচিত:
১. নিজস্ব শব্দ বা ভাষা ব্যবহার করতে হবে।
২. সহজ ও বোধ্যগম্য শব্দ ও ভাষা প্রয়োগ করতে হবে।
৩. বাক্যে থার্ড পার্সন অর্থাৎ (He, She, One) ব্যবহার করতে হবে।
৪. প্যাসেজের কোন উদাহরণ বা উদ্ধুতি লেখা যাবে না।
৫. প্যাসেজে তথ্যের যে ধারাবাহিকতা আছে তা সামারিতেও বজায় রাখতে হবে। অর্থাৎ পরের তথ্য আগে বা আগের তথ্য পরে লেখা যাবে না।
৬. সামারির সুনির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই। তবে…
৭. সামারি হতে হবে সংক্ষিপ্ত এবং শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ।
নিজের ভাষায় কোন একটি প্যাসেজের সারসংক্ষেপন তৈরি করাই হলো সামারি।
প্যাসেজের সামারি লেখার আগে যা করা উচিত:
১. প্যাসেজটি ভাল করে অর্থাৎ সতর্কতার সাথে পড়তে হবে।
২. প্যাসেজের মূল শব্দ বা প্রধান প্রধান বক্তব্যগুলো আন্ডারলাইন করতে হবে।
৩. সামারির সম্ভাব্য একটি সংক্ষিপ্ত রূপ কল্পনা করতে হবে।
লেখার মুহূর্তে যা করা উচিত:
১. নিজস্ব শব্দ বা ভাষা ব্যবহার করতে হবে।
২. সহজ ও বোধ্যগম্য শব্দ ও ভাষা প্রয়োগ করতে হবে।
৩. বাক্যে থার্ড পার্সন অর্থাৎ (He, She, One) ব্যবহার করতে হবে।
৪. প্যাসেজের কোন উদাহরণ বা উদ্ধুতি লেখা যাবে না।
৫. প্যাসেজে তথ্যের যে ধারাবাহিকতা আছে তা সামারিতেও বজায় রাখতে হবে। অর্থাৎ পরের তথ্য আগে বা আগের তথ্য পরে লেখা যাবে না।
৬. সামারির সুনির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই। তবে…
৭. সামারি হতে হবে সংক্ষিপ্ত এবং শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ।