Sunday, November 9, 2014

কোন চাকরি পরীক্ষার জন্য কোন বই পড়বেন এবং কিভাবে পড়বেন ...

প্রায় সব চাকরিতেই পেরোতে হয় নিয়োগ পরীক্ষার বাধা। কোন পরীক্ষার জন্য কোন বই পড়তে হবে, জানা থাকলে প্রস্তুতিটা সহজ হয়। গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ পরীক্ষার সহায়ক বইয়ের খোঁজখবর দিতেই আজকের এই পোস্ট
স্বপ্ন যখন বিসিএস
-----------------------
যিনি প্রস্তুতি নিচ্ছেন বিসিএসের জন্য তার আগাগোড়া জেনে নেয়া উচিত সিলেবাসে কী কী আছে এবং কোন কোন বিষয়ে তার দুর্বলতা আছে। এরপর সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সে বিষয়ের ওপর নজর দিন। এক এক করে প্রতিটি বিষয় শেষ করুন।

সুস্থ থাকার জন্য অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য অতি প্রয়োজনীয় কিছু টিপস ও পরামর্শ

✯ ‘খালি পেটে জল, আর ভরা পেটে ফল।’ প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার আগে চার গ্লাস পানি পান করুন। দাঁত ব্রাশের পর ৪৫ মিনিট পর্যন্ত কিছুই খাবেন না। এর পর স্বাভাবিক খাওয়া-দাওয়া করুন। দেখবেন শীতকালটা শরীরের জন্য ভালো কাটবে। এমনিতেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা শরীরের জন্য খুব উপকারী।
✯ চীনারা খাবারের সঙ্গে কিন্তু ঠাণ্ডা পানির বদলে গরম চা পান করে। খাওয়ার পরপরই ঠাণ্ডা পানি তৈলাক্ত খাদ্যকে কঠিন করে তোলে, পরিপাকক্রিয়াকেও করে তোলে ধীর।
✯ প্রতিদিন রাত্রে ঘুমতে যাওয়ার আগে যদি কষ্ট করে একটু সাবান বা ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন আর তার সাথে প্রতিদিন ৩থেকে ৪ লিটার পানি পান করতে পারেন এবং নিয়মিত মল ত্যাগের মাধ্যমে পাকস্থলীই পরিষ্কার রাখুন। তাহলে ব্রন নামক এই কুৎসিত রোগটি আপনার ১০০ গজ এর ভিতরে আসতে পারবে না।
মোটা মানুষ পানি খেলেও আরো মোটা হবে। এইটা ভুল । পানি খাওয়া কমিয়ে দিলে আপনার ওজন কমবে না। বরং যারা ওজন কমাতে চান, তাদের উচিত পর্যাপ্ত পানি পান করা। পানি খাওয়া কমিয়ে দিলে বরং আপনার ওজন বেড়ে যেতে পারে। কারন, শরীরে পানির অভাব দেখা গেলে, তা আমাদের বিপাক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
✯ খাওয়ায় অরুচি ও ক্ষুধা মন্দা হলে ১-৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন
এবং তার সাথে লবন এবং কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে প্রতিদিন একবার করে ৭-৮ দিন খান।
✯ হাসতে গিয়েও হাসতে পারছেন না?

একটি শিক্ষামূলক রূপক গল্প ... পড়ে দেখুন ভালো লাগবে ...


 ছোট বাচ্চাদের শুনানোর জন্য সুন্দর একটা গল্প ...

একটা পুকুরে বড়ো বড়ো তিনটি মাছ বাস করত। মাছগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল ব্যতিক্রমধর্মী এবং আকর্ষণীয়। যে কারো নজরে পড়লেই তাদের ব্যাপারে কৌতূহল সৃষ্টি না হয়ে পারত না। একদিন এক মাছ শিকারী ওই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। মাছ শিকারীকে জেলেও বলা হয়। জেলে বলে কথা। তার নজরে তো না পড়ে পারেই না। জেলে এতো সুন্দর মাছ সহসা দেখেনি। কিছু সময় দাঁড়িয়ে থেকে মাছগুলোকে ভালোভাবে দেখল। কেমন যেন মোটাসোটা মাছগুলো আর দেখতে তো সুন্দরের কোনো কমতি নেই। মাছ তিনটির ভাগ্য ভালো যে জেলে মাছ শিকারের উদ্দেশ্যে বের হয় নি, তাই তার কাছে জাল বা টেটা কিংবা বর্শিটর্শি গোছের কোনো সরঞ্জামই ছিল না। মাছ শিকারী তাই বলল: আজ নয় পরে একদিন জালটাল নিয়ে এসে মাছগুলোকে ধরব। এই বলে জেলে চলে গেল।

Friday, November 7, 2014

ভাল সামারি লেখার টুকিটাকি.

সামারি কী?
নিজের ভাষায় কোন একটি প্যাসেজের সারসংক্ষেপন তৈরি করাই হলো সামারি।
প্যাসেজের সামারি লেখার আগে যা করা উচিত:
১. প্যাসেজটি ভাল করে অর্থাৎ সতর্কতার সাথে পড়তে হবে।
২. প্যাসেজের মূল শব্দ বা প্রধান প্রধান বক্তব্যগুলো আন্ডারলাইন করতে হবে।
৩. সামারির সম্ভাব্য একটি সংক্ষিপ্ত রূপ কল্পনা করতে হবে।
লেখার মুহূর্তে যা করা উচিত:
১. নিজস্ব শব্দ বা ভাষা ব্যবহার করতে হবে।
২. সহজ ও বোধ্যগম্য শব্দ ও ভাষা প্রয়োগ করতে হবে।
৩. বাক্যে থার্ড পার্সন অর্থাৎ (He, She, One) ব্যবহার করতে হবে।
৪. প্যাসেজের কোন উদাহরণ বা উদ্ধুতি লেখা যাবে না।
৫. প্যাসেজে তথ্যের যে ধারাবাহিকতা আছে তা সামারিতেও বজায় রাখতে হবে। অর্থাৎ পরের তথ্য আগে বা আগের তথ্য পরে লেখা যাবে না।
৬. সামারির সুনির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই। তবে…
৭. সামারি হতে হবে সংক্ষিপ্ত এবং শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ।