টাইলস (Tiles) ফিটিং করার সময় নিচের ধাপগুলো মেনে চলতে হবে-
.
১. প্রথমে ইলেকট্রিক্যাল এর কাজ
সম্পন্ন করতে হবে
২. ফ্লোরকে চিপিং করতে হবে ।
৩. পাইপ দিয়ে ওয়াটার লেভেল ঠিক
করতে হবে।
৪. সবগুলো টাইলস একই লেভেলে
থাকবে।
.
১. প্রথমে ইলেকট্রিক্যাল এর কাজ
সম্পন্ন করতে হবে
২. ফ্লোরকে চিপিং করতে হবে ।
৩. পাইপ দিয়ে ওয়াটার লেভেল ঠিক
করতে হবে।
৪. সবগুলো টাইলস একই লেভেলে
থাকবে।
৫. ফ্লোর লেভেল কে এক করতে হবে
এবং প্রতি রুমে লেভেলিং পায়া দিয়ে ইন্ডিকেট করতে হবে।
৬. টাইলস ফ্লোরে (১:৪) ও দেয়ালে
(১:৩) রেশিং তে করতে হবে।
৭. টালি/ টাইলস আগের দিন ভিজাতে হবে।
৮. টাইলস বিছানোর পর রাবার হাতুড়ি দিয়ে বসাতে হবে।
৯. গোলা আওয়াজ হলে বুঝতে হবে
ভয়েড আছে।
১০. টাইলস লাগানোর পর সেগুলো
পরিষ্কার করতে হবে।
১১.ফ্লোর টাইলস এর আগে ওয়াল টাইলস লাগাতে হবে।