Saturday, March 18, 2017

ভালো বালি ও ইট চেনা উপায়

আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালই আছেন। আজকের টিউন "ভালো বালি ও ইট চেনা উপায়"
বালি:
কোন জিবাস্ম মিশ্রিত থাকবে না অন্যান্য অপ্রযোজনীয় কোনকিছু মিশ্রন থাকবে না হাতের মুঠে কিছু বালি নিয়ে মুঠের মধ্যে নাড়াতে হবে। এবার
মুঠ খুলে বালি ফেলে দিতে হবে।
যদি হাতে ময়লা লেগে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভাল বালি না
গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে বালি মেশাতে হবে।
এবার কিছুক্ষন রেখে দিতে হবে।
যদি কিছুক্ষন পার বালি তলানিতে যায় এবং পানির উপরিভাগে কোন
ময়লা না থাকে, তাহলে বুঝতে হবে বালি ভাল।

পানি যদি ঘোলা থাকে তাহলে বুঝতে হবে কাদা বা অন্য কিছু আছে, এবং সেটা ভাল বালি না।
ইট বা ব্রিকস:
রং সুন্দর হবে এবং খুব ভালভাবে সমভাবে পুড়তে হবে উপরিভাগে কোন ক্র্যাক থাকতে পারবে না একই ধরণের সাইজ ও আকার হতে হবে
ধারগুলি সার্প বা ধারালো বা সুন্দর হতে হবে দুইটা ইট পরষ্পরের
সাথে বাড়ি দিলে টংটং শব্দ দিবে ভাঙা ইটের পার্শ্বে কোন ছিদ্র থাকবে না। উজ্জ্বল হবে এবং রং বাইরের মতই হবে কোনকিছু দিয়ে আচড়
দিলে আচড় পড়বে না প্রতি ঘণমিটারে ওজন ১৮৫৬ কেজির কম হবে না
পানি শোষণ ক্ষমতা ২০% এর বেশি হবে না এক মিটার উচ্চতা থেকে শক্ত কোন কিছুর উপর ফেলে দিলে ভেঙে যাবে না পানিতে ২৪ ঘন্টা চুবিয়ে রেখে তারপর উঠিয়ে কোন ছায়ার মধ্যে শুকাতে দিলে এর গায়ে লবনাক্ততা বা সাদা ছাপ ভেসে উঠবে না।