Saturday, March 18, 2017

ইটের গাঁথুনী নিয়ে কিছু কথা

ইটের গাঁথুনী নিয়ে কিছু কথা !!
—————————————-
যে বিষয়গুলি খেয়াল রাখা জরুরী ইটের গাঁথুনির কাজ করার সময় :
> কাজ শুরুর আগে ইটগুলোকে অন্তত: ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালভাবে পরিস্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভাল হয় এবং ফাঁটল ধরার সম্ভাবনা কম থাকে। এছাড়া ভাল করে না ভেজালে প্লাস্টারে সমস্যা হতে পারে।
> ইট গাঁথার সময় প্রত্যেকবার সুতা এবং শল দেখেনিতে হবে গাঁথনী সোজা রাখতে হলে।
>গাঁথুনির সময় দেখতে হবে দুটো ইটের মধ্যের ফাঁক যেন ১ সে. মিটার থেকে বেশী না হয় এবং জোড়ার উপর জোড়া যেন অবিরাম না হয়।
> অধিকাংশ ব্যবসায়ীরা বেশী লাভ করার জন্য ইটের আকার আকৃতি ঠিক থাকেনা ফলে ইট ব্যবহার করা ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। গাঁথনী সোজা হয় না গাঁথনীর একপাশ মেলালে আরেক পাশ মিলে না।
> ইটের আকার ঠিক না থাকা কারনে অনেক বেশী মসলার ব্যবহার করতে হয় গাঁথনীর শল মিলাতে গিয়ে, যায় ফলে সিমেন্ট বালুতে অনেক বেশী টাকা ব্যয় হয় ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে। ইটের অনেক অপচয় হয় বেছে বেছে তা ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগছে, ফলেমিস্ত্রি খরচ বেড়ে যায়।

কংক্রিট ঢালাই এর কোথায় কখন কতটুকু কভার দিতে হবে !

কংক্রিট ঢালাই এর কোথায় কখন কতটুকু  কভার দিতে হবে !
------------------------------------------------------------
আর.সি.সি ঢালাইয়ের ক্ষেত্র কোথায় কি পরিমাণ রডের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না।
.
ফলে কাঠামোর সঠিক ঢালাই হয় না বিধায় কাঠামো
দুর্বল হয় । এজন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ।
নিচে কোথায় এবং কখন কতটুকু কংক্রিট এর কভার দিতে হবে তা তুলে ধরা হল :
# কভারিং :
ক) কভারিং ৩ ইঞ্চি : সরাসরি মাটির স্পর্শে থাকলে,
খ) কভারিং ২ ইঞ্চি : ১৬ এবং ১৮ নম্বর রড ব্যবহার
করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
গ) কভারিং ১.৫ ইঞ্চি : ৫ নম্বর রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
ঘ) কভারিং ১.৫ ইঞ্চি (স্ল্যাব , ওয়াল বা জয়েনট) : ১৪ এবং ১৮ নম্বর রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,

Wednesday, March 8, 2017

WEIGHT OF ROD PER METER LENGTH:

WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg

Wednesday, March 1, 2017

ভিত্তিতে ও মেঝেতে কংক্রিট কাজের হিসাব

ভিত্তিতে কংক্রিট কাজের হিসাব:
বিল্ডিং বা কাঠামোর ভর সমভাবে মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ভিত্তিকে মজবুত করার জন্য লাইম কংক্রিট বা সিমেন্ট কংক্রিট এর কাজ করা হয়।কংক্রিটের দৈর্ঘ্য ও প্রস্থ,মাটি কাটার দৈর্ঘ্য ও প্রস্থের সমান হয়ে থাকে।কেবল মাত্র উচ্চতা নকশায় প্রদত্ত উচ্চতার সমান হয়। ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব, ইমারতের আকার ও মাটির ভারবহন ক্ষমতা এবং দালানের ধরণের উপড় নির্ভরশীল। তবে ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব ১৫ সেমি এর কম হওয়া উচিত নয়।সিমেন্ট কংক্রিটের উপাদান ১:৩:৬: অথবা ১:৪:৮ হয়ে থাকে।
ভিত্তিতে নিম্নলিখিত হারে পুরু কংক্রিটের স্তর প্রদান করা উচিত:
১. ৩ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে = ১৫ সেমি.
২. ৩-৪.৫০ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে =২০ সেমি.

এস্টিমেট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলি

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ....