Sunday, August 30, 2015

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৪ [[[Sentence Corrections]]]

আমরা অনেকেই নিয়াত করে আছি বি সি এস দেওয়ার জন্য।কিন্তু বি সি এস ব্যাপারটি অতটা সহজ নয়।এরজন্য বহুপথ পাড়ি দিতে হয়।আমি আজ আপনাদের সামনে ইংরেজির উপর এমন কিছু তথ্য দেব যা বি সি এস সহ যেকোনো চাকরীর পরীক্ষায় কাজে লাগলেও লাগতে পারে।আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে "Sentence Corrections". তাহলে আর দেরি
কিসের, নিচের থেকে পড়া শুরু করেদিন।  

Incorrect: It was many years since I went there.
Correct  : It was many years since I had gone there.  

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০৩ ==>Idioms and Phrases<==

আমরা অনেকেই আছি যারা বি সি এস ও অন্যান্য চাকুরীর পরিক্ষা দিতে চাই।আসলে এখানে পরিক্ষায় টিকে যাওয়া বেশ ভাগ্যের ব্যাপার।আজ আমি আপনাদের সামনে ঐসমস্ত পরিক্ষার হেল্প হিসেবে কিছু পড়াশুনা শেয়ার করবো।আমার 
আজকের আলোচিত বিষয় হচ্ছে Idioms and Phrases.তো দেরি না করে নিচের লিঙ্ক থেকে PDF টি download করেনিন।আর পড়তে থাকুন।ধন্যবাদ।     

ডাউনলোড লিঙ্ক অব Idioms and Phrases.
প্রথমে পেজে Skip AD তারপর Download Page পাবেন।
{ইন্টারনেট থেকে সংগ্রহীত}
মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০২ ==>>Uses of 'If' Condition<<==

If যুক্ত Sentence লেখার নিয়মাবলীঃ

১। If এর পরে Present Indefinite Tense হলে তারপর will/can/may + মূল Verb যুক্ত একটি বাক্য হয়।
((( If + Present + Future/Present)))
Example : If you come I will go to the library.

২। If এর পরে Past Indefinite Tense হলে তারপর would + মূল Verb যুক্ত একটি বাক্য হয়।

আসুন ইংরেজি শেখা যাক। পর্ব ০১ [[[Degree]]]

Rules of Degree

১।শুধুমাত্র As… so, As…as যুক্ত  Positive Degree কে Comparative  Degree করতে হলে Affirmative Sentence কে  Negative Sentence আর Negative Sentence কে Affirmative Sentence  রূপান্তরিত করতে হয়।এর Superlative হয় না।
Example:
Positive Degree: He is as tall as Rahim.
Comparative Degree: Rahim is not taller than he.

২।No other যুক্ত Positive Degree কে Comparative Degree করতে হলে than any other,than all otherদ্বারা

ইংরেজীর একটা গুরুত্ত পূর্ণ বই

ইংরেজীর একটা গুরুত্ত পূর্ণ বই Download করে নিন সময়মত কাজে আসবে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 মোঃ কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।