Sunday, August 6, 2017

এস্টিমেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলি

* এক ঘনমিটার ইটের কাজে ইটের প্রয়োজন হয় = 410 টি
* এক বর্গমিটার জায়গায় একস্তরের (ইট পাতানো) ইট প্রয়োজন = 31 টি
* এক বর্গমিটার সোলিং এ ইটের প্রয়োজন = 50 টি  
 * এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন = 0.015 ঘনমিটার 
* এক বর্গমিটার জায়গায় একস্তর হেরিং বোন বন্ডের জন্য ইট প্রয়োজন = 52 টি 
* এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন = 0.03 ঘনমিটার 

* এক ঘনমিটার আর. সি. সি. কাজের জন্য ছোট সাইজের খোয়ার জন্য 320 টি ইট এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি ইট প্রয়োজন।
* ইটের কাজে শুকনা মশলার পরিমাণ = 35%
* এক ঘনমিটার সিমেন্ট = 30 ব্যাগ সিমেন্ট।
* সিমেন্ট কংক্রিট কাজে ভেজা আয়াতনের তুলনায় শুকনো আয়তন 1.54 গুন ভারি।
* এক ঘনমিটার ইটের কাজের এস্টিমেট। মশলার অনুপত (1:6)
ইট= 1/(0.254*0.127*0.076)মি =~ 410 টি
শুকনা মশলা =1*0.35=0.35 ঘনমিটার
সিমেন্ট=(0.35/7)*1*30=1.5 ব্যাগ।
বালি=(0.35/7)*6=0.3 ঘনমিটার।
* এক ঘনমিটার নিট সিমেন্ট ফিনিশিং এর জন্য সিমেন্ট প্রয়োজন = 2.7-3 কেজি।
{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।