Wednesday, August 16, 2017

সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকুরীর ক্ষেত্রসমূহ

১. গণপূর্ত বিভাগ (Public Works Department, PWD)
২. সড়ক ও জনপথ বিভাগ (Roads & Highway Department R&H)
৩. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (Public Health Engineering Department- P.H.E.D)
৪. পানি উন্নয়ন বোর্ড (Water Development Board-W.D.B)
৫. সেচ অধিদপ্তর (Irrigation Department-ID)
৬. ওয়াসা (Water and Sewerage Authonity-WASA)
৭. হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (House Building Finance Corporation)

৮. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department-LGED)
৯. শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (Education Engeering Department)
১০. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Power Development Board-P.D.B)
১১. ডেসা (Dhaka Electric Supply Company)
১২. পাওয়ার গ্রীড কোম্পানী (Power Grid Company)

    এছাড়াও বিভিন্ন ভোকেশনাল স্কুল, টি.টি.সি, পলিটেকনিক ইসটিটিউড এ চাকুরীর সুযোগ রয়েছে। বড় বড় মাল্টি পারপাজেজ কোম্পানী, কনসালটেন্ট ফার্ম, ঠিকাদারী প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, রিয়েল এস্টেট ফার্ম, ডেভলপার ফার্ম এ চাকুরীর সুযোগ সহ বিদেশে এই টেকনোলজির প্রচুর চাহিদা রয়েছে।
{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।