≈≈≈≈≈≈≈≈× ≈≈≈≈≈≈≈≈
≈≈≈≈≈≈≈≈ নারী তোমার বাড়ি কই?
বাবার বাড়ি এই গাঁয়ে
শশুড় বাড়ি ঐ,
তোমার বাড়ি কই গো নারী,
তোমার বাড়ি কই।
{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।
≈≈≈≈≈≈≈≈ নারী তোমার বাড়ি কই?
বাবার বাড়ি এই গাঁয়ে
শশুড় বাড়ি ঐ,
তোমার বাড়ি কই গো নারী,
তোমার বাড়ি কই।
≈≈≈≈≈≈≈≈ সারা জীবন
ভাত রাধিলি পরের হাড়িতে,
আপন ভেবে
বাস করিলি পরের বাড়িতে।
≈≈≈≈≈≈≈≈ যেমন গাছে বেঁধে বাসা,
বাস করে চুঁড়ই,
তেমনি তুমি বাস করিলে,
তোমার বাড়ি কই-
≈≈≈≈≈≈≈≈ শিশুকাল আর কৈশোর কাটে
বাবার আশ্রয়ে,
যৌবন কাটে
স্বামীর সাথে শশুড়ালয়ে।
বৃদ্ধকালে আশ্রয় নাই আর,
বৃদ্ধাশ্রমে রই,
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই।
≈≈≈≈≈≈≈≈×≈≈≈≈≈≈≈≈×≈≈≈≈≈≈≈≈
ভাত রাধিলি পরের হাড়িতে,
আপন ভেবে
বাস করিলি পরের বাড়িতে।
≈≈≈≈≈≈≈≈ যেমন গাছে বেঁধে বাসা,
বাস করে চুঁড়ই,
তেমনি তুমি বাস করিলে,
তোমার বাড়ি কই-
≈≈≈≈≈≈≈≈ শিশুকাল আর কৈশোর কাটে
বাবার আশ্রয়ে,
যৌবন কাটে
স্বামীর সাথে শশুড়ালয়ে।
বৃদ্ধকালে আশ্রয় নাই আর,
বৃদ্ধাশ্রমে রই,
তোমার বাড়ি কই গো নারী
তোমার বাড়ি কই।
≈≈≈≈≈≈≈≈×≈≈≈≈≈≈≈≈×≈≈≈≈≈≈≈≈
{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।