Friday, September 11, 2015

কারিগরি শিক্ষার্থীদের জন্য নোট (ইঞ্জিনিয়ারিং ড্রইং – ১ম পর্ব):


কারিগরি শিক্ষার্থীদের জন্য নোট (ইঞ্জিনিয়ারিং ড্রইং – ১ম পর্ব):
 
ইঞ্জিনিয়ারিং ড্রইং (Drawing) কি বা কেন দরকার?
ড্রইং কে এক ধরণের ভাষা বলাই ভাল। দুজন মানুষ যেমন উভয়ের পরিচিত ভাষার মাধ্যমে সহজে ভাবের আদান প্রদান করে, দুজন প্রকৌশলীও (তিনি যে ভাষার, যে দেশেরই হন না কেন) ড্রইংভাষার মাধ্যমে তাদের কাজের তথ্যের আদান প্রদান করতে পারেন। প্রকৌশল বিদ্যায় যুগযুগে ড্রইংএকমাত্র ও সার্বজনীন ভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ভাব প্রকাশের ভাষার মতো ড্রইংনির্মাণশৈলীর তথ্য সরবরাহ ও বক্তব্য উপস্থাপনের ভাষা । একজন প্রকৌশলী সেই ভাষাতেই তার বক্তব্য উপস্থাপন করেন। তাই নিজেকে প্রকৌশলী হিসেবে তৈরি করতে প্রতিটি শিক্ষার্থীর এই ভাষাটি (ড্রয়িং) ভালভাবে রপ্ত করতে হয়। এই ভাষাতে যিনি যত ভাল হবেন, প্রকৌশলী হিসেবে

"love story"

ছেলেটি খুবই ব্যস্ত ছিল । মেয়েটির
ফোন
রিসিভ
করার সময় তার হতো না । মেয়েটি যখন
জানতে পারল
সে সত্যিই খুব ব্যস্ত তারপর থেকে সে
ছেলেটিকে
ফোন করত না । কিন্তু প্রতিদিন
মেয়েটি
ছেলেটির ফেসবুক আইডি চেক করত ।
ছেলেটি
কিন্তু সত্যি
অনলাইনে আসত না । মেয়েটি
প্রতিদিনই
ছেলেটিকে ফেসবুকে একটা করে
আমি বলিনি আমাকে ভালোবাসতেই হবে !!
আমি বলেছি আমাকে একটু ভালোবাসার
সুযোগ দাও !!
আমি চাইনি তোমার মুখ থেকে I love you
শুনতে,,
আমি চেয়েছি তোমার মুখ থেকে প্রথম শুনা
I trust you কথাটার মানটুকু রাখতে,,
আমি বলিনি আমাকে Please কাদিওনা,,

Wednesday, September 9, 2015

চলুন জেনে নিই স্মার্টফোনের ২০ টি গুরুত্বপূর্নসিকিউরিটি কোড !

১.রিসেট ফোন- *2767*3855#
২.IMEI জানতে- *#06#
৩.লক স্ট্যাটাস- *#7465625#
৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#*
৫. FTA এর ভার্সন- *#*#1111#*#*
৬.টাচস্কীন কোড- *#*#2664#*#*

Tuesday, September 8, 2015

অধ্যবসায়, সনষ্ঠা ও মাদাম কুরির গল্প.........।পড়ে দেখুন ভালো লাগবে ...।

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বৈজ্ঞানিক এককালে শীত নিবারণের জন্য এবং শরীর গরম রাখার জন্য রাত্রে শরীরের ওপর পুস্তকের স্তুপ চাপিয়ে দিতেন। ইতিহাসের পাতায় যেসব মহিয়সী মহিলার নাম চিরস্মরনীয় হয় আছে মাদাম কুরী তাঁদের মধ্যে অন্যতম। পোল্যান্ডের বাসিন্দা এই মহিয়সী মহিলা অত্যন্ত দৃঢ়চেতা ও লজ্জাশীলা ছিলেন। তিনি এমন দুটি জিনিস আবিস্কার করেন যা বড় বৈজ্ঞানিকও অসম্ভব বলে মনে করতেন। বৈজ্ঞানিকগণ যে সমস্ত পদার্থের বিষয় অবগত ছিলেন এদের থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি নতুন পদার্থ মাদাম কুরী আবিষ্কার করেন। এটা এমন এক পদার্থ যা শক্তি জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তিনি এই পদার্থটির নাম দেন রেডিয়াম।