Monday, November 27, 2017

ভালবাসা সে তো কেবলি যন্ত্রণা।

ভুলতে পারিনি আজও তোমায়।

Thursday, November 9, 2017

সিভিল ৫ম সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন ২০১৭

Final Exam Routing 2017, Civil 5th semester



Download Please Here
কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।

Saturday, November 4, 2017

আর.সি.সি. মেঝে স্ল্যাব

আর.সি.সিমেঝে স্ল্যাবঃ(R.C.C. floor slab)
রড সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মিত সমতল পাতলা ঢালাইকে স্ল্যাব বলে। এটি সাধারণত প্রশস্ত এবং এর উপর ও নিচের তল প্রায় সমান্তরাল হয়ে থাকে। একাধিক তলা বিশিষ্ট বাড়ির নিচের তলায় যেটা ছাদ উপরের তলায় সেটা মেঝে হিসেবে পরিচিত। তবে দালানের সর্ব উপরের স্ল্যাবকে সাধারণত ছাদ স্ল্যাব এবং ভিরের অন্যান্য স্ল্যাবকে মেঝে স্ল্যাব বলে। স্ল্যাব সাধারণত রিইনফোরসড কংক্রিট বীম অথবা ইটের দেওয়াল অথবা ইটের দেওয়াল অথবা ষ্টীল মেম্বার অথবা সরাসরি কলাম অথবা ভূমির উপরে অবস্থান করে।
একমুখী স্ল্যাবঃ(One way slab) যে সমস্ত স্ল্যাবগুলোর প্রস্থ বরাবর বিপরীত প্রান্তদ্বয় সমান্তরাল বীম অথবা দেওয়ালের উপর অবস্থান করে এবং প্রধান রড গুলো কেবলমাত্র একদিক ব্যবহার করা হয়, তাকে একমূখী স্ল্যাব বলে। একমূখী স্ল্যাবের প্রধান রডগুলো স্ল্যাব প্যানেলের প্রস্থ বরাবর স্থাপন করা হয় এবং দৈর্ঘ্য বরাবর টেম্পারেচার ও শ্রিংকেজ রড ব্যবহত হয়। এই স্ল্যাবের উপর আরোপিত লোড এবং স্ল্যাবের নিজস্ব ওজন প্রধান রডের মাধ্যমে দেওয়াল অথবা বীম এর উপর ন্যাস্ত করা হয়। এখানে বিশেষভাবে উল্লেক্ষ্য যে, যদি স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ২ অথবা ২ এর বেশি হয়।
১। একদিকে রিইনফোরসমেন্টএর প্রকারভেদ-
ক) একমুখী সলিড স্ল্যাব।
a)      গার্ডার এবং বীম সাপোর্টের উপর স্ল্যাব।

Wednesday, September 20, 2017

'Life' A Silent, Smart

{ ইন্টারনেট হতে সংগ্রহীত } কবির তালুকদার। হাইমচর, চাঁদপুর।

Sunday, August 20, 2017

সিভিল এর ক্লাস এখন অনলাইর এ (সার্ভেয়ীং ৩)

এখন পড়ালেখা হবে অনলাইন এ
সিভিল ৫ম পর্বের ছাত্র ছাত্রীদের জন্য
সার্ভেয়ীং ৩ এ ১ম, ২য় ও ৩য় অধ্যায় এ ক্লাস এখন অনলাইর এ।
ক্লাসের লেকচার গুলো পেতে এখানে ক্লিক করুন।
ইব্রাহিম খলিল, CBPI.