Saturday, March 18, 2017

কংক্রিট ঢালাই এর কোথায় কখন কতটুকু কভার দিতে হবে !

কংক্রিট ঢালাই এর কোথায় কখন কতটুকু  কভার দিতে হবে !
------------------------------------------------------------
আর.সি.সি ঢালাইয়ের ক্ষেত্র কোথায় কি পরিমাণ রডের কভারিং ব্যবহার করতে হবে আমরা অনেকেই তা জানি না।
.
ফলে কাঠামোর সঠিক ঢালাই হয় না বিধায় কাঠামো
দুর্বল হয় । এজন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ।
নিচে কোথায় এবং কখন কতটুকু কংক্রিট এর কভার দিতে হবে তা তুলে ধরা হল :
# কভারিং :
ক) কভারিং ৩ ইঞ্চি : সরাসরি মাটির স্পর্শে থাকলে,
খ) কভারিং ২ ইঞ্চি : ১৬ এবং ১৮ নম্বর রড ব্যবহার
করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
গ) কভারিং ১.৫ ইঞ্চি : ৫ নম্বর রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত হলে,
ঘ) কভারিং ১.৫ ইঞ্চি (স্ল্যাব , ওয়াল বা জয়েনট) : ১৪ এবং ১৮ নম্বর রড ব্যবহার করে মাটি বা আবহওয়ার সাথে সংযুক্ত না হলে,

Wednesday, March 8, 2017

WEIGHT OF ROD PER METER LENGTH:

WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg

Wednesday, March 1, 2017

ভিত্তিতে ও মেঝেতে কংক্রিট কাজের হিসাব

ভিত্তিতে কংক্রিট কাজের হিসাব:
বিল্ডিং বা কাঠামোর ভর সমভাবে মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ভিত্তিকে মজবুত করার জন্য লাইম কংক্রিট বা সিমেন্ট কংক্রিট এর কাজ করা হয়।কংক্রিটের দৈর্ঘ্য ও প্রস্থ,মাটি কাটার দৈর্ঘ্য ও প্রস্থের সমান হয়ে থাকে।কেবল মাত্র উচ্চতা নকশায় প্রদত্ত উচ্চতার সমান হয়। ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব, ইমারতের আকার ও মাটির ভারবহন ক্ষমতা এবং দালানের ধরণের উপড় নির্ভরশীল। তবে ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব ১৫ সেমি এর কম হওয়া উচিত নয়।সিমেন্ট কংক্রিটের উপাদান ১:৩:৬: অথবা ১:৪:৮ হয়ে থাকে।
ভিত্তিতে নিম্নলিখিত হারে পুরু কংক্রিটের স্তর প্রদান করা উচিত:
১. ৩ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে = ১৫ সেমি.
২. ৩-৪.৫০ মিটার পর্যন্ত উচ্চ ইমারতে =২০ সেমি.

এস্টিমেট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলি

1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ....

Monday, February 20, 2017

কক্সবাজার পলিটেকনিক এর সিভিল ৪র্থ পর্বের ক্লাস রুটিন PDF File পেতে এখানে অথবা নিচের লিংকে ক্লিক করুন।

Picture File পেতে এখানে অথবা নিচের লিংকে ক্লিক করুন।

Download